• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টাইগ্রেসদের ইতিহাস

  অধিকার ডেস্ক    ২৯ জুন ২০১৮, ২২:৪০

চলতি মাসের শুরুতে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টুয়েন্টির শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার ১৯ দিনের মাথায় নারীদের সাফল্যের মুকুটে যুক্ত হল আরেকটি নতুন পালক। শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন টাইগ্রেসরা।

ডাবলিনে বৃহস্পতিবার প্রথম টি-টুয়েন্টিতে শেষ বলে নাটকীয় জয় তুলে নিয়েছিল সালমা খাতুনের দল। স্বাগতিকদের হারিয়েছিল ৪ উইকেটে। একই ভেন্যুতে শুক্রবার একই ব্যবধানে জয় পেয়েছে নারীরা। ঠিক যেন আগের ম্যাচের নাটকই আরেকবার মঞ্চস্থ হল। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেছেন সানজিদা ইসলাম। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উৎসব করেছে বাংলাদেশ।

এর আগে অবশ্য ওয়ানডেতে দুটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কৃতিত্ব আছে নারীদের। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর ২০১৬ সালে আয়ারল্যান্ড সফরে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে জয় পেয়েছিল নারীরা। বাকি ম্যাচ দুটি অবশ্য বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ডের নারীরা। কিন্তু বাংলাদেশের নারীদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে শামিমা সুলতানার হাফসেঞ্চুরিতে ভর করে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ১২৫ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে টাইগ্রেসরা।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৪/৮ (শিলিংটন ২, সিসিলিয়া জয়েস ৬০, লুইস ৫, ডেলানি ২০, ইসোবেল জয়েস ৩, রিচার্ডসন ০, গার্থ ১, কাভানাহ ১৫*, ওয়ালড্রন ২, মারিটজ ৭*; জাহানারা ২/১৫, সালমা ০/১৭, খাদিজা ০/২১, নাহিদা ২/১৮, রুমানা ১/২৩, ফাহিমা ১/২৬)

বাংলাদেশ: ১৯.১ ওভারে ১২৫/৬ (শামিমা ৫১, আয়েশা ৭, ফারজানা ৩৬, নিগার ৫, রুমানা ২, সানজিদা ১১*, ফাহিমা ২, জাহানারা ১*; ডেলানি ২/২১, মেটক্যাফে ২/২৬)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড