• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপের কিছু টুকরো পরিসংখ্যান

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ০৯:১১
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি (ছবি : সংগৃহীত)

দ্বাদশ বিশ্বকাপে রেকর্ড ভেঙেছে। নতুন রেকর্ড হয়েছে। কোনোটা ব্যক্তিগত, কোনোটা দলগত। কেউ নিজ পারফরম্যান্সে দলকে নিয়ে গেছেন আকাশে। আবার কেউ হয়েছেন ফ্লপ। আসুন বিশ্বকাপের কিছু টুকরো পরিসংখ্যান জেনে নেওয়া যাক-

রবিবার (১৪ জুলাই) ক্রিকেটের মক্কা লর্ডসে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে সুপার ওভার দেখেছে ক্রিকেট বিশ্ব। মজার ব্যাপার সেই সুপার ওভারও হলো টাই। ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পরও ইংলিশরা চ্যাম্পিয়ন হয়েছে আইসিসির নিয়মের কারণে। ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকিয়ে দ্বাদশ আসরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। যা তাদের প্রথম শিরোপা।

* এবারের বিশ্বকাপের সেঞ্চুরি হয়েছে মোট ৩১টি; যেখানে ভারতের রোহিত শর্মার আছে ৫টি দ্বিতীয় সর্বোচ্চ ডেভিড ওয়ার্নারের ৩টি ও তৃতীয় সর্বোচ্চ সাকিব আল হাসানের (২টি)।

* বিশ্বকাপের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা (৯ ম্যাচ পাঁচটি)।

* আসরের সর্বাধিক ছয় হাঁকিয়েছেন ইংলিশ কাপ্তান ইউইন মরগান। আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১৭টি এবং সব মিলিয়ে ২২টি।

* আসরের সেরা ব্যাটিং গড় সাকিবের; ৮৬.৫৭।

* এক আসরে ২৭টি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টাক।

* আসরে সেরা বোলিং ফিগার পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬টি উইকেট শিকার করেন তিনি।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড