• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির পাশে খেলতে পারা সত্যিই আনন্দের : গ্রিজম্যান

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ০৮:৩২
আঁতোয়ান গ্রিজম্যান
আঁতোয়ান গ্রিজম্যান (ছবি : বার্সেলোনা টুইটার)

সকল নাটকের অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন আঁতোয়ান গ্রিজম্যান। ১২০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। চুক্তি শেষে বার্সার জার্সি পরে আনন্দিত এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, বার্সার হয়ে সবকিছু জিততে চান। সেই সঙ্গে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির পাশে খেলতে পারার সুযোগ হওয়ায় বেশ আনন্দিত গ্রিজম্যান।

বার্সেলোনার অফিশিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেন, ‘মেসির পাশে খেলতে পারা সত্যিই আনন্দের। একসঙ্গে অনুশীলন করা, সত্যি অসাধারণ হবে।’

বার্সেলোনায় যোগ দেওয়ার পর বিশ্বকাপজয়ী ফরাসি তারকা গ্রিজম্যান বলেন, ‘আমি খুশি, বার্সার জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছি। বার্সায় আমার লক্ষ্য, এখানে সবকিছু জিততে চাই। কোপা দেল রে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ। এখানে আমি নতুন চ্যালেঞ্জ নিতে এসেছি। আশা করি আমি আমার সেরাটা দিতে পারব।’

২০১৪ সালে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজম্যান। সেখানে চার বছরের পাঠ চুকিয়ে গত শুক্রবার (১২ জুলাই) লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যোগ দেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

২৮ বছর বয়সী গ্রিজম্যান বলেন, ‘বার্সেলোনা গ্রেট ক্লাব। আমি এই ক্লাবে খেলতে চেয়েছিলাম। আশা করবো ক্লাবে কোচ, সতীর্থদের সঙ্গে বেশ আনন্দ নিয়েই খেলতে পারব। স্যামুয়েল উমতিতি এবং উসমান দেম্বেলের সঙ্গে কথা হয়েছে। তারা আমার বন্ধু।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড