• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কা সফরে সুজনের ওপরই আস্থা বিসিবির

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ১৫:৪৫
খালেদ মাহমুদ সুজন (ছবি : সংগৃহীত)
খালেদ মাহমুদ সুজন (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের বাজে পারফম্যান্সের কারণে ইংলিশ কোচ স্টিভ রোডসের বিদায়ের পর আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। কোচ হওয়ার জন্য নিজের ইচ্ছের কথাও প্রকাশ করেছেন সুজন। তবে সুযোগ আপাতত টাইগারদের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বই পাচ্ছেন। আসন্ন শ্রীলঙ্কা সরফে লাল সবুজের প্রতিনিধিদের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

সোমবার (১৫ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সূচি অনুযায়ী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রীর। সফর শেষ করে ১ দেশের উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা।

তবে বাংলাদেশের এই সফরে থাকছেন না সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। বিয়ের ছুটিতে যাচ্ছেন লিটন আর বিশ্রাম চেয়ে ছুটি কাটিয়েছেন সাকিব। এছাড়া এই সফরে দলের দায়িত্ব অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতেই উঠেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড