• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় মেসি

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৯:২১
লিওনেল মেসি
আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি (ছবি: সংগৃহীত)

ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদ ছাড়ার পর থেকেই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হওয়ার তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন লিওনেল মেসি। এবার মার্কিন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদারকে হটিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হওয়ার তকমাটাও নিজের করে নিলেন এ বার্সা তারকা, ছাড়িয়ে গেলেন সবাইকে।

বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের নতুন সংখ্যার তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। তার পরের দুই অবস্থানে রয়েছেন রোনালদো ও নেইমার। এছাড়া মেসি পেছনে ফেলেছেন লেব্রোন জেমস, রজার ফেদেরার ও টাইগার উডসের মতো তারকাদের।

মেসির মোট আয় ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। মেসির পরে স্থানে থাকা রোনালদো (১০৯ মিলিয়ন মার্কিন ডলার)। তৃতীয় স্থানে থাকা নেইমারের আয় ১০৫ মিলিয়ন মার্কিন ডলার। টেনিস তারকা রজার ফেদেরার আছেন সপ্তম স্থানে (৯৩.৪ মিলিয়ন মার্কিন ডলার)।

ক্লাব থেকে পাওয়া পারিশ্রমিক ছাড়াও মেসির আয়ের উৎস বিভিন্ন বিজ্ঞাপন ও স্পন্সর। মেসির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের প্রচারণা চালায় বিভিন্ন কোম্পানি আর বিনিময়ে তাদের থেকে বিপুল পরিমাণ অর্থ পান এ ফুটবলার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড