• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ট্রাইকোভাকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে সেরেনা

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৬:০৫
সেরেনা উইলিয়ামস
গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন সেরেনা (ছবি : সংগৃহীত)

বারবোরা স্ট্রাইকোভাকে উড়িয়ে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন সেরেনা উইলিয়ামস। উইম্বলডনের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টেনিস তারকাকে একপেশে খেলায় বিধ্বস্ত করেন ৩৭ বছর বয়সী এই তারকা।

বিশ্বসেরা টেনিস তারকা জিতলেন ৬-১, ৬-২ সেটে। সেরেনা যদি এবার উইম্বলডন জিততে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে স্পর্শ করতে পারবেন। পৌঁছে যাবেন ২৪তম গ্ল্যান্ড স্ল্যাম জয়ের প্রান্তে।

জেতার পর সেরেনা জানিয়ে দেন, ‘এই বছরটা আমার কাছে অবশ্যই আলাদা। আসলে আমি চেয়েছিলাম কিছু ম্যাচ খেলতে। বুঝতে পারছিলাম আবার আমি পুরানো ফর্মে ফিরে আসছি। আসলে টেনিসকে আমি বরাবরই ভালবেসে এসেছি। যতদিন পারব ততদিন এই খেলা চালিয়ে যেতে চাই।’

এদিকে সেরেনার প্রশংসা করে নাভ্রাতিলোভা বলেছেন, ‘সমর্থকরাই সেরেনাকে ফাইনালে চাইছিল। সেটাই পেয়েছে। হোমওয়ার্কের মূল্য পেয়েছে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড