• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোপা আমেরিকা ২০১৯

মেসিকে কড়া জবাব রেফারির

  ক্রীড়া ডেস্ক

১০ জুলাই ২০১৯, ১৮:৩৭
রেফারি ও মেসি
কোপার সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের একটি দৃশ্য (ছবি: সংগৃহীত)

কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার মেসির সে অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ম্যাচের রেফারি রোডি জামব্রানো। ইকুয়েডরের এ রেফারি মেসির অভিযোগকে মিথ্যে দাবি করে তার কড়া সমালোচনা করেন।

ম্যাচে রেফারির দুইটি সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়। প্রথম ঘটনায় আর্জেন্টিনার ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরোকে বক্সের ভেতর ফেলে দেন দানি আলভেজ। দ্বিতীয় ঘটনায় নিকোলাস ওটামেন্ডিকে বক্সের ভেতর কনুই দিয়ে গুঁতো দেনে আর্থার। মেসির দাবি দুটি আবেদনেই রেফারি ইচ্ছে করে ভিএআর প্রযুক্তির সহায়তা নেননি।

ম্যাচে নিজের অবস্থানের ব্যাখ্যায় ম্যাচ রেফারি বলেন, 'এটি কনুই দিয়ে গুঁতো মারার মতো ঘটনা ছিল না। ভিএআর যাচাই করা হয়েছে এবং এটি নিশ্চিত যে এটি ছিল ৫০-৫০। তাই তারা এটিকে পরিষ্কার পেনাল্টি মনে করেনি।'

এছাড়া মেসির অভিযোগকে মিথ্যে দাবি করেন রেফারি। তিনি বলেন, 'প্রথম ঘটনায় এটি পরিষ্কার যে আগুয়েরো এগিয়ে গেছে। এটি ছিল ডিফেন্ডারের ওপর বেপরোয়া ফাউল। ভিএআরের সঙ্গে আমি কখনোই যোগাযোগ হারাইনি। এটি পুরোপুরি মিথ্যা।'

মেসির অভিযোগে বিস্ময় প্রকাশ করে ম্যাচ রেফারি বলেন, 'খেলার প্রতি নিবেদিত। তার সঙ্গে আমার কখনোই সমস্যা ছিল না। সত্যি তো এটাই যে, ম্যাচ শেষে তার বিবৃতি আমাকে বিস্মিত করেছে। তবে সবারই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। যখন আর্জেন্টিনার খেলোয়াড়রা বলছিল আমি নার্ভাস ছিলাম, তার মানে এটা বোঝাতে চেয়েছে যে আমি বিরক্ত ছিলাম। কেননা, রেফারিংয়ের সময় আমি সবসময় সিরিয়াস থাকি।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড