• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোপা আমেরিকা ২০১৯

‘নিশ্চুপ’ মেসিকে নিয়ে কোনো পরিকল্পনা নেই ভেনেজুয়েলার

  অধিকার ডেস্ক    ২৮ জুন ২০১৯, ১৫:১৭

লিওনেল মেসি ও ভেনেজুয়েলা কোচ  রাফায়েল দুদামেল  (ছবি : সংগৃহীত)
লিওনেল মেসি ও ভেনেজুয়েলা কোচ রাফায়েল দুদামেল (ছবি : সংগৃহীত)

কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। যদিও এখনো লিওনেল মেসি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির শিরোপা জয়ের স্বাদ পাননি। শেষ ‘দুবার’ কোপার ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি মেসির আর্জেন্টিনার। আসর দুটিতে মেসি খেলছেন দুর্দান্ত; কিন্তু চলমান কোপায় নিশ্চুপ মেসি! তিন ম্যাচে করেছেন মাত্র একটি গোল! তাও পেনাল্টি থেকে। বার্সেলোনা তারকার নিশ্চুপ প্রতিচ্ছবি দেখে ভেনেজুয়েলার কোচ রাফায়েল দুদামেল বলে বসলেন 'মেসিকে নিয়ে তাদের ভাবার সময় নেই, কীভাবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আটকাবেন এই নিয়ে ভাবছেন না তারা।'

কোপার কোয়ার্টার ফাইনালে শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে চৌদ্দবারের চ্যাম্পিয়নরা! গ্রুপ পর্বে মেসি তেমন কিছু করতে না পারায় তাকে নিয়ে ভেনেজুয়েলার কোচ নতুন কোনো চক আঁকছেন না!

ভেনেজুয়েলা দল (ছবি : টুইটার)

৪৬ বছর বয়সী ভেনেজুয়েলার কোচ রাফায়েল দুদামেল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, 'বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে আটকানোর জন্য অন্যরা যেভাবে চক তৈরি করে এসবের জন্য আমার সময় নেই, এসব করা মানে সময়ের অপচয়। মেসি ছাড়াও আরও অনেক বিষয় আছে; যা করে দলের উন্নতি সম্ভব। এখনো এমন কোনো ম্যানেজার আসেনি যে বিশ্বসেরা মেসিকে আটকানোর চক তৈরি করে সফল হবে। যা আমাদের দ্বারাও না।'

মেসিদের হারিয়ে সেমিতে যাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই ভেনেজুয়েলার কোচ। তিনি বলেন, 'আমাদের দল থেকে সবসময়ই ভালো কিছু খেলোয়াড় বের হয়; তবে এবার আমরা কঠিন পরিশ্রম করছি। কোপায় আমরা নিজেদের চেনাতে চাই। আমাদের দলে ৯৫ শতাংশ খেলোয়াড় বাহিরের খেলোয়াড়দের সমন্বয়ে। যা আমাদের আরও শক্তিশালী দল হতে সাহায্য করে। কোপায় কীভাবে কী (খেলার বিষয়ে) করতে হবে আমাদের জানা। আগের ম্যাচে কী করেছি তার থেকে এই ম্যাচে দলের সবাই বেশি প্রস্তুত।'

আর্জেন্টিনা দল (ছবি : টুইটার)

শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা জেতে ম্যারাডোনারা। এরপর দীর্ঘ ২৫ বছর ধরে কোপা শূন্য মেসিরা।

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ :

ফ্রাঙ্কো আরমানি (গোলরক্ষক); হুয়ান ফইথ, জার্মান পেজ্জেয়া, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো; জিওভানি লো সেলসো, লিওনার্দো পার্দেস, মার্কোস আকুনা; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও সার্জিও আগুয়েরো।

সুত্র : চায়না ডেইলি

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড