• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রিদেশীয় সিরিজ হচ্ছে বাংলাদেশে

  ক্রীড়া ডেস্ক

২৭ জুন ২০১৯, ১৬:৪৪
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত এ সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশে হতে যাওয়া নিজেদের খেলার সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি সিরিজে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে ২টি করে মোট ৪টি ম্যাচ খেলবে। সেরা দুই দল খেলবে ফাইনাল। আফগানিস্তান শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে তাদের খেলার সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলার সূচি প্রকাশিত হয়নি। সূচি অনুযায়ী আফগানিস্তান দল বাংলাদেশ দলের বিপক্ষে খেলবে ১৫ ও ১৮ সেপ্টেম্বর। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা খেলবে ১৪ ও ২০ সেপ্টেম্বর। এছাড়া ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজ ছাড়াও এ সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টও খেলবে আফগানিস্তান। তবে টুর্নামেন্ট ও টেস্ট ম্যাচের ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড