• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

  ক্রীড়া ডেস্ক

২৪ জুন ২০১৯, ২১:৫২
দ্য মোতেরা স্টেডিয়াম
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)

ভারতের আহমেদাবাদে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এক লাখেরও বেশি ধারণ ক্ষমতা নিয়ে তৈরি হবে এ স্টেডিয়াম। মূলত আহমেদাবাদের দ্য মোতেরা স্টেডিয়ামকে সংস্কার করে স্টেডিয়ামটি তৈরি করা হবে। ৬৩ একর জমির উপর নির্মিত স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি রুপি।

স্টেডিয়াম ছাড়াও সেখানে থাকবে তিনটি প্র্যাক্টিস গ্রাউন্ড ও একটি ইনডোর স্টেডিয়াম। এছাড়া থাকবে সুবিশাল পার্কিং ব্যবস্থা যেখানে তিন হাজারের বেশি গাড়ি ও দশ হাজারের বেশি দুই চাকার যান রাখা যাবে। স্টেডিয়ামে ৭৬টি কর্পোরেট বক্সও থাকবে।

গুজরাট ক্রিকেট এসোসিয়্যাশনের সভাপতি পরিমল নেতওয়ানি স্টেডিয়ামটির সংস্কার কাজের ছবি পোষ্ট করেন। এটি ভারতের জন্য গর্বের জানিয়ে তিনি বলেন, 'স্টেডিয়ামটির কাজ শেষ হলে স্বপ্নপূরণ হবে। এটা হবে পুরো ভারতের জন্য গর্বের। ৫৫ রুমের ক্লাব হাউজ হবে এখানে। সঙ্গে থাকবে একটি অলিম্পিক সাইজের সুইমিং পুলও।'

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যার ধারণ ক্ষমতা ৯৪ হাজার। এছাড়া ইডেন গার্ডেনের ধারণ ক্ষমতা আগে এক লাখের উপরে থাকলেও সংস্কারের পর তা ৬৮ হাজারে নেমে আসে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড