• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোপা আমেরিকা ২০১৯

কাতারকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

  ক্রীড়া ডেস্ক

২৪ জুন ২০১৯, ০৩:০০
মেসি ও আগুয়ারো
আর্জেন্টাইন ফুটবলার মেসি ও আগুয়ারো (ছবি: সংগৃহীত)

কোপায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে হারিয়ে কলম্বিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। মার্টিনেজ ও আগুয়ারোর গোলে ২-০ গোলের ব্যবধানে কাতারকে হারায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার কোপা জয়ী দলটি।

হার দিয়ে কোপা শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচেও ড্র করে। বি গ্রুপে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ খেলতে নামে মেসি ও তার সতীর্থরা। হারলেই বাদ এমন সমীকরণকে সামনে রেখে কাতারের বিপক্ষে মাঠে নামে তারা। ম্যাচের শুরুতেই গোল দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্টিনেজ। এরপর ৮২ মিনিটে আগুয়ারো গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে কলম্বিয়া হারালে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় স্কলানির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। সর্বমোট ১৮টি শট নেয় তারা যার মধ্যে ৮টিই ছিল গোলবারের সম্মুখে।

মেসির জন্মদিনে সতীর্থরা জয় উপহার দিল, এছাড়া জন্মদিনের উপহার হিসেবে কোয়ার্টারেও গেল আকাশী নীল জার্সিধারীরা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড