• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রেঞ্চ ওপেনে রাজার হাতেই মুকুট গেল

  ক্রীড়া ডেস্ক

১০ জুন ২০১৯, ০৫:২৪
রফায়েল নাদাল
শিরোপা হাতে রাফায়েল নাদাল (ছবি : টুইটার)

ডমিনিক থিমকে হারিয়ে ১২তম বারের মত ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। চার সেটের ফাইনালে অস্ট্রিয়ার থিমকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে হারিয়ে ক্লে কোর্টে তিনি ধরে রাখলেন নিজের শ্রেষ্ঠত্ব।

সর্বোচ্চ ১২ বার ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালকে এ কোর্টের রাজা বলা হয়। কেন তাকে রাজা বলা হয় সেটা তিনি আবারও বুঝিয়ে দিলেন। শুধু ফ্রেঞ্চ ওপেনেই নয়, কোন গ্র্যান্ডস্ল্যামেই কেউ ১২ বার শিরোপা জিততে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বাধিক ১১টি শিরোপা জিতেছিলেন মার্গারেট কোর্ট। সব মিলিয়ে নাদালের গ্র্যান্ডস্ল্যামে শিরোপা সংখ্যা ১৮ টি। তার চেয়ে বেশি শিরোপা আছে কেবল আরেক কিংবদন্তি খেলোয়াড় রজার ফেদেরারের, তার শিরোপা সংখ্যা ২০টি।

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৩ গেমে সেট জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট ৭-৫ গেমে হেরে গেলেও পরের দুই সেট ৬-১, ৬-১ এ উড়িয়ে দেন থিমকে। ৩৩ বছর বয়সী নাদালের চেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পেরেছেন কেবল আন্দ্রেস গিমেনোর। ১৯৭৪ সালে ৩৪ বছর বয়সে তিনি এ শিরোপা জিতেছিলেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড