• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

আবাহনীকে হারিয়ে পোক্ত অবস্থানে বসুন্ধরা

  ক্রীড়া ডেস্ক

১৯ মে ২০১৯, ২১:৫২
আবাহনী-বসুন্ধরা
আবাহনী-বসুন্ধরা ম্যাচের মুহূর্ত (ছবি : বাফুফে)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দুই টেবিল টপারের লড়াইয়ে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা জয়ের দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে গেল বসুন্ধরা।

রবিবার (১৯ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় বসুন্ধরা। দলটির হয়ে গোলটি করেন বখতিয়ার দুইশোবেকোভ।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছালো ফুটবল খেলেছে আবাহনী। এই সময়টায় বসুন্ধরাকে তেমন পাত্তাই দেয়নি দলটি। তবে বার বার আক্রমণ সাজিয়েও কাঙ্খিত গোল তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা।

৩৮তম মিনিটে অবশ্য সুযোগ কাজে লাগায় বসুন্ধরা। ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় দলটি। প্রায় ৩০ গজ দুরে থেকে দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিরগিজস্তানের ফরোয়ার্ড দুইশোবেকোভ।

এরপর পুরো ম্যাচে আর কোনো গোল করতে পারেনি কোন দলই। ফল জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।

চলমান লিগে ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পোক্ত করেছে বসুন্ধরা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা আবাহনী।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড