• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

  ক্রীড়া ডেস্ক

১৯ মে ২০১৯, ২১:০৩
পাকিস্তান-ইংল্যান্ড
পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের মুহূর্ত (ছবি : সংগৃহীত)

পাঁচ ম্যাচের সিরিজের একটি পরিত্যক্ত। বাকি তিনটিতেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ জিতে অন্তত হোয়াইটওয়াশ এড়ানোটা লক্ষ্য ছিল অধিনায়ক সরফরাজ বাহিনীর। তবে শেষ ম্যাচেও তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। দলটিকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংলিশরা।

রবিবার (১৯ মে) লিডসের হেডিংগ্লেই স্টেডিয়ামে ইংলিশদের দেওয়া ৩৫২ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। ক্রিস ওকসের তোপের মুখে মাত্র ৬ রানেই তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে দলটি। রিপোর্টটি লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৩ উইকেটে ৪৪ রান সংগ্রহ করেছে তারা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস থামে ৯ উইকেটে ৩৫১ রানে। দলের হয়ে জেমস ভিনস ৩২ বলে ৩৩, জনি বেয়ারস্টো ২১ বলে ৩২, জো রুট ৭৩ বলে ৮৪, অধিনায়ক ইউইন মরগান ৬৪ বলে ৭৬, বেন স্টোকস ২৯ বলে ২১ এবং জস বাটলার ৩৪ বলে ৩৪ রান করেন। বোলিংয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি সর্বোচ্চ ৪টি এবং ইমাদ ওয়াসিম ৩টি উইকেট নিজেদের ঝুলিতে তোলেন।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড