• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাদার্সের বিপক্ষে শেখ রাসেলের জয়

  ক্রীড়া ডেস্ক

১৬ মে ২০১৯, ২২:১১
ব্রাদার্স ইউনিয়ন
ব্রাদার্স ইউনিয়ন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম রাউন্ডের খেলায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান কিছুটা পোক্ত করেছে দলটি।

চলমান লিগে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের ১২ নম্বর দল ব্রাদার্স।

বৃহস্পতিবার (১৬ মে) সিলেট জেলা স্টেডিয়ামে ব্রাদার্সকে ৩-১ গোলে হারায় শেখ রাসেল। শেখ রাসেলের ভালেরিও হ্রিশিন এবং রাফায়েল ওদোভিনের গোলের বিপরীতে ব্রাদার্সের হয়ে গোল করে ব্যবধান কমান মিনহাজুল আবেদিন বাল্লু।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। নাইজেরিয়ার ফরোয়ার্ড রাফায়েল ওদোভিদেন পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে গোলটি করেন ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরিও।

বিরতির আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের দ্বিতীয় ভাগে মাঠে নামার দুই মিনিট পরেই দ্বিতীয় গোল পেয়ে যায় শেখ রাসেল। মোহাম্মদ মেজবাহ উদ্দিনের বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান বাড়ান প্রথম গোলের জোগানদাতা ওদোভিদেন।

৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান ওদোভিন। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে দ্রুত বেগে দৌড়ে গিয়ে গোলরক্ষককে বোকা বানান তিনি। ৮৩তম মিনিটে মিডফিল্ডার মিনহাজুল গোল করলে ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

লিগের অন্যসব ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। একই ভেন্যুতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এছাড়া ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড