• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেটে লজ্জার রেকর্ড, রান পায়নি ১১ জনের কেউই

  ক্রীড়া ডেস্ক

১৬ মে ২০১৯, ২১:৩০
কাসারাগোদ অনূর্ধ-১৯ নারী ক্রিকেট দল
কাসারাগোদ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের স্কোরকার্ড (ছবি : সংগৃহীত)

অনিশ্চয়তার খেলা ক্রিকেট। প্রতিটি বলে অনিশ্চয়তার অদ্ভুত এক রোমাঞ্চ যেন ঘিরে থাকে এই খেলায়। ক্রিকেট মাঠে অনেক সময় নানা সব কাণ্ড ঘটিয়ে থাকেন খেলোয়াড়েরা। এবার লজ্জাজনক এক কাণ্ড ঘটালেন ভারতের কেরালা রাজ্যের কাসারাগোদ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মাঠে নেমে নিজেদের ইনিংসে কোনো রানই পাননি দলের কোনো ক্রিকেটারই।

বুধবার (১৫ মে) মালাপুরামের পেরিনথলমান্না স্টেডিয়ামে আন্ত ডিস্ট্রিক্ট ক্রিকেট ম্যাচে বায়ানাদ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছিল কাসারাগোদের তরুণীরা। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট হারায়নি কাসাগোরা। তবে তৃতীয় ওভারে প্রতিপক্ষ দলের ভি জে জোসিতার বিধ্বংসী বোলিংয়ে ধস নামে কাসাগোরার ইনিংসে। ওভারটিতে হ্যাটট্রিক করে একাই কাসাগোরার চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জোসিতা। এতেই ভেস্তে যায় দলটির ইনিংস।

পরে উইকেট আসা যাওয়ার মিছিলে যোগ দেয় দলের অন্যান্য সদস্যরাও। ৩০ ওভারে ম্যাচটিতে শেষপর্যন্ত স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই গুটিয়ে যায় কাসাগোরার ইনিংস। মজার ব্যাপারটি হচ্ছে কাসাগোরার এই অল্প সংখ্যক রানগুলো এসেছে প্রতিপক্ষ দলের বোলারদের সহায়তায়।

লক্ষ্য তাড়া করতে নেমে হেসে খেলেই ম্যাচ জিতে নেয় বায়ানাদের মেয়েরা। ১০ উইকেট হাতে রেখে প্রথম ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় দলটি।

লজ্জাজনকভাবে ম্যাচ হেরে যাওয়ার নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে চায় কাসারাগোদের মেয়েরা। বর্তমানে তাদের কোনো প্রশিক্ষক নেই। এমন ঘটনার পরে এই দলটিতে কোনো প্রশিক্ষক নিয়োগ করলেও করতে পারে কাসারাগোদ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কর্তারা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড