• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এশিয়া কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হুইল চেয়ার ক্রিকেট দল

  ক্রীড়া ডেস্ক

১৬ মে ২০১৯, ১৭:০৩
বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল
বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো আয়োজিত এশিয়া কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক নেপালের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লাল সবুজের জার্সিধারীরা।

বৃহস্পতিবার (১৬ মে) ত্রিভুবন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে নির্ধারিত ওভারের পাঁচ বল বাকি থাকতেই ১৪৮ রানে গুটিয়ে যায় দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মহসিন-নূর নাহিয়ানরা।

এর আগে বুধবার (১৫ মে) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এতে করে ফাইনালের স্বপ্ন কিছুটা মলিন হয়ে যায় বাংলাদেশের। তবে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে ওঠার লড়াইটা জমিয়ে তুলেছে মহসিন বাহিনী।

চারটি দল নিয়ে গড়া এই টুর্নামেন্টে দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে নেপালের। বৃহস্পতিবার (১৬ মে) ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। ম্যাচটিতে জিতলেই ফাইনালে উঠে যাবে দলটি। তবে ম্যাচটিতে ভারত জয় পেলে সমীকরণটা বেশ কঠিন হয়ে পড়বে। আগামী শুক্রবার (১৭ মে) ভারতের বিপক্ষে জয় পাওয়ার পাশাপাশি রানরেটে এগিয়ে যাবার বিষয়টিও মাথায় রাখতে হবে বাংলাদেশকে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড