• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চার মৌসুম পর শ্রেষ্ঠত্বের মুকুট পরল আয়াক্স

  ক্রীড়া ডেস্ক

১৬ মে ২০১৯, ১৬:২৬
আয়াক্স
শিরোপা উল্লাসে আয়াক্সের খেলোয়াড়েরা (ছবি : সংগৃহীত)

ঐতিহ্য এবং খ্যাতির দিক দিয়ে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম ইউরোপের অন্যতম ক্লাবগুলোর একটি। ২০১৩/১৪ মৌসুমে ঘরোয়া লিগের শিরোপা (ডাচ ইরেডিভিসি) জয়ের পর চার মৌসুম লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। তবে লিগের শেষ ম্যাচে ডে গ্রাফস্ক্যাপকে হারিয়ে দীর্ঘদিন পর লিগের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে তারা।

শেষ রাউন্ডের আগে শিরোপার দৌড়ে থাকা পিএসভি আইন্দহোফেনের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ছিল আয়াক্স। এতে করে বুধবার (১৫ মে) অ্যাওয়ে ম্যাচে গ্রাফশাপের সঙ্গে অন্তত ড্র করলেই শিরোপা নির্ধারণ হয়ে যেত আয়াক্সের। তবে এ ম্যাচটি আয়াক্স জিতে নেয় ৪-১ ব্যবধানে। আর এতে করেই ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা উল্লাসে মাতে ডি জং-ম্যাথিস ডি লিটরা। দ্বিতীয় স্থানে থাকা পিএসভির অর্জন ৮৩ পয়েন্ট।

গ্রাফশাপের বিপক্ষে ম্যাচ জিততে অবশ্য তেমন বেগ পেতে হয়নি আয়াক্সকে। প্রথমার্ধে লাস্সে স্কোন ও নিকোলাস টাগলিয়াফিকোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে দুশান তাদিচের জোড়া গোলে শেষমেষ বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের দল। গ্রাফশাপের হয়ে গোল করে ব্যবধান কমান ইউসেফ এল জেবিল।

১৯৫৬-৫৭ মৌসুমে এই প্রতিযোগিতাটি চালু হওয়ার পর এ নিয়ে মোট ৩৪ বারের মতো আসরটির মুকুট পরল আয়াক্স। ২৪টি ট্রফি নিয়ে আয়াক্সের পর দ্বিতীয় সেরা পিএসভি।

চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এবারের মৌসুমে অনবদ্য এক রেকর্ড গড়েছে আয়াক্স। এক মৌসুমে প্রথম কোনো ডাচ ক্লাব হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি ম্যাচ জয়ের কীর্তি গড়েছে দলটি।

এবারের মৌসুমে ডাচ কাপের শিরোপাও ঘরে তুলেছে আয়াক্স। ফলে ডাবল জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টটেনহামের বিপক্ষে হারের বিষাদ অনেকটা কাটিয়ে উঠেছে স্কোন-টাগলিয়াফিকো-ডি লিটরা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড