• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ

টাইগার বোলারদের আক্রমণ সামলে এগোচ্ছে আয়ারল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

১৫ মে ২০১৯, ১৭:৫২
পল স্টার্লিং
পল স্টার্লিং (ছবি : আয়ারল্যান্ড ক্রিকেট টুইটার)

ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার (১৫ মে) মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ডাবলিনের ক্লোনটার্ফের ক্যাসেল অ্যাভেনিউতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক আইরিশরা। টাইগার বোলারদের আক্রমণ সামলে বেশ ভালোভাবে এগোচ্ছে দলটি।

এই প্রতিবেদন লেখার সময়, ৩৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৬৩ রান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান পল স্টার্লিং ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। পরপর দুই বলে দুবার জীবন পাওয়া ওপেনার স্টার্লিং হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন। তিনি ১০৬ বলে ৮২ রানে ব্যাট করছেন। পোর্টারফিল্ডের সংগ্রহ ৭৪ বলে ৫৩ রান।

২১তম ওভারের শেষ বলে অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলেছিলেন স্টার্লিং। তবে কিছুটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়েও ক্যাচ মুঠোয় নিতে পারেননি সাব্বির রহমান। ফলে ব্যক্তিগত ৫৭ রানে বেঁচে যান স্টার্লিং।

পরের বলেই ফের ভাগ্য সহায় হয় এই হার্ডহিটারের। নইলে বোলিং এসে প্রথম বলেই উইকেট তুলে নিতে পারতেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারের বলে পয়েন্টে একদম সহজ ক্যাচ বেশ কয়েকবার চেষ্টার পরও লুফে নিতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন।

সাজঘরে ফিরেছেন জেমস ম্যাককলাম ও অ্যান্ড্রু বালবার্নি। ওপেনার ম্যাককলাম ১০ বলে ৫ রান করে স্লিপে লিটন দাসের হাতে ক্যাচ দেন। তার উইকেটটি নেন রুবেল হোসেন। তিনে নামা বালবার্নিকে ফিরিয়ে ওয়ানডেতে অভিষেক উইকেট নেওয়ার স্বাদ পান আবু জায়েদ রাহী। ২০ বলে ২০ রান করে উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে ধরা পড়েন বালবার্নি।

দলীয় ৫৯ রানে ২ উইকেট পতন হওয়ার চাপ সামলে ভালো স্কোর গড়ার দিকে চোখ রাখছে আয়ারল্যান্ড। স্টার্লিং-পোর্টারফিল্ডের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১০৪ রান।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড একাদশ :

পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও'ব্রায়েন, মার্ক অ্যাডাইর, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, বয়েড র‍্যানকিন এবং জস লিটল।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড