• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাতলেটিকো ছাড়ছেন গ্রিজম্যান, নতুন ঠিকানা বার্সা?

  ক্রীড়া ডেস্ক

১৫ মে ২০১৯, ১৭:৩৪
আঁতোয়া গ্রিজম্যান
ফ্রান্স ও অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান (ছবি : সংগৃহীত)

ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান চলতি মৌসুম শেষে অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ছেন, এমন শিরোনাম ভেসে বেড়াচ্ছে ইউরোপের সর্বোচ্চ গণমাধ্যমগুলোতে। ক্লাব ছাড়ার পর বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন গ্রিজম্যান এমনটাও শোনা যাচ্ছে বেশ জোরেসোরেই।

গত মৌসুমেও গ্রিজম্যানের বার্সায় যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছিল অনেকটা। তবে বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে গ্রিজম্যান জানিয়েছিলেন তিনি অ্যাতলেটিকোতেই থাকতে চান। গেল জুনে গ্রিজম্যান অবশ্য পাঁচ বছরের চুক্তি সেরেছিলেন লস রোজিব্লাঙ্কোসদের সঙ্গে। তবে চলতি মৌসুমের শেষের ভাগে এসে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

মঙ্গলবার রাতে (১৫ মে) টুইটারে এক ভিডিও বার্তা শেয়ার করে অ্যাতলেটিকো। ডিভিওটিতে স্প্যানিশ ভাষায় গ্রিজম্যান নিজেই জানিয়েছেন- মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। গ্রিজম্যানের কথ্যমতে, ‘আমি ভক্তদের জানাতে চাই যারা আমাকে সব সময় অনেক ভালোবাসা দিয়েছে, আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্য কিছু প্রত্যক্ষ করতে, অন্য চ্যালেঞ্জ নিতে।’

অর্থাৎ ক্লাবটির সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক শেষ হতে যাচ্ছে গ্রিজম্যানের। ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গ্রিজম্যান। এ কারণেই বিশ্বকাপের পর রিয়াল সোসিয়েদাদ থেকে গ্রিজম্যানকে নিজেদের ডেরায় টেনেছিল অ্যাতলেটিকো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৫৬টি ম্যাচ খেলে ১৩৩টি গোল করেছেন গ্রিজম্যান।

এছাড়া ক্লাবটির হয়ে ২৮ বছর বয়সী গ্রিজম্যান জিতেছেন ১টি করে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপা লিগ এবং উয়েফা সুপার কাপ। তবে দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুইবার ফাইনালে পৌঁছে শূন্য হাতে ফিরেছেন তিনি। শিরোপার লড়াইয়ের দুবারই হারতে হয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

অ্যাতলেটিকোতে গ্রিজম্যানের বর্তমান রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন। তবে মোটা অঙ্কের এ পরিমাণ অর্থ পরিশোধ করে গ্রিজম্যানকে নিজেদের দলে টানতে মরিয়া বার্সা, এমনটাই জানিয়েছে ইউরোপের ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট বিবিসি স্পোর্টস।

বার্সার নিয়মিত স্ট্রাইকার উরুগুইয়ান তারকা লুইজ সুয়ারেজের বর্তমান বয়স ৩২ বছর। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সুয়ারেজের পারফরম্যান্স আশানুরূপ নয়। আসরটিতে চলমান মৌসুমে ১০ ম্যাচে গোল করেছেন মাত্র ১টি। বয়স এবং পারফরম্যান্স সবমিলিয়ে সুয়ারেজের বিকল্প কাউকে ভাবতে হচ্ছে বার্সা বোর্ডকে। তাই সুয়ারেজের বিকল্প হিসেবে বার্সার পছন্দের তালিকায় রয়েছেন গ্রিজম্যান।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড