• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লা লিগা

এবারও পারল না রিয়াল

  ক্রীড়া ডেস্ক

১৩ মে ২০১৯, ০৯:৪৭
লা লিগা
রিয়ালকে হারিয়ে জয়ের উল্লাসে সোসিয়েদাদের খেলোয়াড়রা (ছবি : ফটমব)

চলতি মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা রিয়াল মাদ্রিদ মাঝে কোচ বদলি করেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। লা লিগায় এবার রিয়ালকে খুঁজেই পাওয়া যাচ্ছে না! পথ হারানো জায়ান্টরা আবারও হোঁচট খেয়েছে। পয়েন্ট টেবিলের আটে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছে জিনেদিন জিদানের দল।

রবিবার (১২ মে) ঘরোয়া লিগে প্রতিপক্ষ সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলে হেরেছে রিয়াল। এর আগেও সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচটিতে জিততে পারেনি জায়ান্টরা। জানুয়ারিতে নিজেদের মাঠে ০-২ গোলে হেরেছিল রিয়াল।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা রিয়াল ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ব্রাহিম দিয়াজ গোল করে দলকে এগিয়ে দেন। ফ্রান্স তারকা করিম বেনজেমার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দূর পাল্লার শটে লক্ষ্যভেদ করেন দিয়াজ।

এগিয়ে গেলেও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ২৬তম মিনিটে মাইকেল মেরিনোর গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান। গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠা রিয়াল ম্যাচের প্রথমার্ধে আর গোলের দেখাই পায়নি। উল্টো জেসুস ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিরতির পর রিয়ালের রক্ষণে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। সেই সুবাদে ম্যাচের ৫৭তম মিনিটে সাফল্য আসে তাদের। জোসেবা জালদুয়া ব্যবধান করে দেন ২-১। সমতায় ফিরতে রিয়াল যেন নিজেদের খুঁজেই পাচ্ছিল না; ব্যবধান কমানো দূরের কথা উল্টো ম্যাচের ৬৭তম মিনিটে আবার গোল খেয়ে বসে তারা। সোসিয়েদাদের ম্যাচের তৃতীয় গোলটি করেন অ্যান্ডার বেরেনেক্সিয়া।

ম্যাচের বাকি সময়টা গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে রিয়াল। ফলে ৩-১ গোলে হেরে বাড়ি ফিরতে হয়েছে জিদানের ছেলেদের।

এই হোঁচটে রিয়াল যথাক্রমে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে (৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট)। জায়ান্টদের থেকে ৭ পয়েন্ট এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শীর্ষে আছে বার্সেলোনা; সমান ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮৬। আর অষ্টম স্থানে থাকা সোসিয়েদাদের পয়েন্ট ৫০।

ওডি/এএপি