• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদ্রিদ ওপেন

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে হোঁচট খেলেন নাদাল

  প্রযুক্তি ডেস্ক

১২ মে ২০১৯, ১৮:৫৬
রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল (ছবি : সংগৃহীত)

মাদ্রিদ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন আসরটির সবচেয়ে সফল তারকা রাফায়েল নাদাল। ফাইনালে ওঠার লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা গ্রিসের স্তেফানোস সিতসিপাসের কাছে হেরে যান র‌্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা এই স্প্যানিশ তারকা।

শনিবার (১১ মে) সিতসিপাসের কাছে ২-১ সেটে হেরেছেন নাদাল। প্রথম সেটে ৬-৪ গেমে হারার পর পরের সেটে ঘুরে দাঁড়ান নাদাল। দ্বিতীয় সেটে আধিপত্য দেখিয়ে ৬-২ গেমে জয় তুলে নেন তিনি। তবে তৃতীয় সেটে ৬-৩ গেমে হেরে যাওয়ায় কপাল পোড়ে আসরটির পাঁচবারের শিরোপাজয়ী নাদালের।

ফাইনালে সিতসিপাসের প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। অন্য সেমিফাইনালে অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমকে ২-০ সেটে হারান তিনি।

এ দিকে মেয়েদের এককের শিরোপা জিতেছেন নেদারল্যান্ডসের কিকি বার্টেন্স। র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা রোমানিয়ার সিমোনা হালেপকে ২-০ সেটে হারান তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জয়ের পর পরের সেটেও ৬-৪ গেমে জয়লাভ করেন বার্টেন্স।

ফাইনাল হেরে একটি সুযোগ হাতছাড়া করেছেন হালেপ। ফাইনালে জিতলেই নম্বর ওয়ান তারকা জাপানের নাওমি ওসাকাকে টপকে শীর্ষে উঠে যেতেন তিনি। এ দিকে মাদ্রিদ ওপেনের শিরোপা জেতায় কপাল খুলেছে বার্টেন্সের। র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে উঠে যাচ্ছেন এই ডাচ তারকা। যা ডাচদের টেনিস ইতিহাসে কোনো নারী খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ সাফল্য।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড