• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল-২০১৯

দিল্লিকে মাঝারি রানেই আটকে দিল চেন্নাই

  ক্রীড়া ডেস্ক

১০ মে ২০১৯, ২২:০৬
চেন্নাই-দিল্লি
ম্যাচের মুহূর্ত (ছবি : সংগৃহীত)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে নামা দিল্লিকে মাঝারি রানেই আটকে দিয়েছে চেন্নাই।

শুক্রবার (১০ মে) বিশাখাপত্নমে টসে হেরে ব্যাট করতে নামে দিল্লি। পরে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৭ রানেই থামে তাদের ইনিংস।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। দলীয় ২১ রানের মধ্যেই পৃথ্বি শ’র উইকেট হারায় দলটি। মড়ক লাগে তখনই। স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই মাঠ ছাড়েন অধিনায়ক শিখর ধাওয়ান।

তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন কলিন মুন্রো। তবে ২৪ বলে ২৭ রানে তিনিও মাঠ ছাড়েন। পরবর্তীতে উইকেটে এসে তেমন মানিয়ে নিতে পারেননি কেউই।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, শেন রাদাফোর্ড, কিমো পল ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন পাঁচে নামা ঋষভ পন্থ। ১৮.৪ ওভারে ২৫ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন তিনি।

শেষভাগে কিছু সময়ের জন্য ঝড় তোলেন এগারোতে নামা ইশান্ত শর্মা। তার ৩ বলে ১০ রানের সুবাদে মাঝারি সংগ্রহ গড়ে দিল্লি। বোলিংয়ে চেন্নাইয়ের দিপক চাহার, হরভজন সিং, রবিন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট শিকার করেন।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড