• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল-২০১৯

দিল্লির বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে হায়দরাবাদ

  ক্রীড়া ডেস্ক

০৮ মে ২০১৯, ২০:১০
দিল্লি-হায়দরাবাদ
ব্যাটিংয়ে (ছবি : আইপিএল অফিশিয়াল ওয়েবসাইট)

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে বুধবার (৮ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্নমে এর আগে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লির অধিনায়ক। রিপোর্টটি লেখা পর্যন্ত ১ ওভারে হায়দরাবাদের সংগ্রহ বিনা উইকেটে ৮ রান।

এ ম্যাচের জয়ী দল আগামী শুক্রবার (১০ মে) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জয় পাওয়া দল আগামী রবিবার (১২ মে) ফাইনালে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

দুদলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। মোট ১৪ বারের দেখায় দিল্লির ৫ ম্যাচের বিপরীতে হায়দরাবাদ জিতেছে ৯টি ম্যাচে।

চলমান মৌসুমে গ্রুপ পর্বে দুবারের মুখোমুখিতে একটি করে জয়-পরাজয় রয়েছে উভয় দলেরই। গেল ৪ এপ্রিল ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৫ উইকেটে হেরেছিল দিল্লি। পরে ১৪ এপ্রিল হায়দরাবাদের হোমগ্রাউন্ড রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৯ রানের জয় তুলে নেয় দিল্লি।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, মনিশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, বাসিল থাম্পি।

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পান্ত, শেরফান রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, কিমো পল, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, ইশান্ত শর্মা।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড