• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারকায় ঠাসা ফ্রান্সকে রুখতে পারবেন টিম কাহিলরা?

  জুবায়ের আহম্মদ

১৬ জুন ২০১৮, ১৫:১৫

প্রায় ৬ বছরে একটা দলের উত্থান পতন দেখেছেন। দেখেছেন বেনজেমা রিবেরি কিংবা ম্যাথু ভালবুয়েনাদের। নিজ হাতে গড়ে তুলেছেন পগবা, ডেম্বেলে, এমবাপ্পে কিংবা গ্রিজম্যানকে। বিশ্বকাপজয়ী নাম্বার সেভেন দিদিয়ের দেশামের ফ্রান্স আজকে থেকে শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

তারুণ্য, অভিজ্ঞতা, বেঞ্চ, ট্যাকটিক্স, মাঠের পারফর্ম সবদিক থেকে এবার হট ফেবারিট প্লাতিনি জিদানের উত্তরসূরিরা। দাপুটে জয় দিয়ে একের পর এক প্রতিপক্ষকে ছিটকে দিয়ে বিশ্বকাপে জায়গা করেছে ফ্রান্স। বিশ্বকাপে সি গ্রুপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া।

কোচ দিদিয়ের দেশামের হাতে স্কোয়াড গড়া বেশ মধুর সমস্যা। একমাত্র গোলরক্ষক হুগো লরিস ছাড়া সবখানে আছে বিশ্বমানের দুই তিন অপশন। ডিফেন্সে উমতিতি, আদিল রামি, রাফায়েল ভারানে কিংবা মিডফিল্ডে পগবা, মাতুইদি। এট্যাকিং থার্ডে গ্রিজমান, ডেম্বেলে, এমবাপ্পের সাথে নাম্বার নাইনে আছেন জিরুড।

তবে ফ্রান্সের তুরুপের তাস বার্সাবয় ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে। দুইপাশে দুই তরুণ তুর্কি নিয়মিত বল যোগান দিতে পারেন গ্রিজমান জিরুডকে। ৪-৪-২, ৪-৩-৩ কিংবা ৪-২-৩-১ সব ক্ষেত্রে দলকে চালাতে পারেন দেশাঁম। দেশাঁমের ফ্রান্স এতই ব্যালেন্স ছিল তাতে জায়গা পাননি লাঁকাজেত, রাবিওট বা মার্শিয়ালের মত পরীক্ষিত খেলোয়াড়।

এশিয়া অঞ্চলের সেরা দলগুলোর একটি সকারুজ খ্যাত অস্ট্রেলিয়া। ফ্রান্সের সামনে বড় হুমকি হতে পারেন অভিজ্ঞ টিম কাহিল। নিজের শেষ বিশ্বকাপে নামছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বয়স বাড়লেও বাছাইপর্বে সর্বোচ্চ ১১ গোল করে নিজের সক্ষমতার বার্তা আগেই দিয়েছেন।

রাশিয়ার কাজানে বিকেল চারটায় মুখোমুখি হতে যাওয়া ম্যাচে যদিও ফেভারিট ফ্রান্স তবু শেষ বাঁশির আগে একটা অঘটন নিশ্চয় চাইবে অস্ট্রেলিয়া।

লেখক : শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড