• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলার মেয়েরা

  ক্রীড়া প্রতিবেদক

২৬ এপ্রিল ২০১৯, ১৯:৫৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল
সানজিদার গোলের পর বাংলাদেশের উল্লাস (ছবি : বাফুফে)

বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরো ম্যাচে দাপট দেখিয়ে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার মঞ্চে জায়গা করে নিয়েছে শামসুন্নাহার-মনিকারা।

শুক্রবা (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন সানজিদা আক্তার ও শ্রীমতি সরকার।

একপেশে ম্যাচটিতে একাধিকবার কিরগিজস্তানের গোলমুখে বহু আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে ব্যবধানটা বেশি বাড়াতে পারেনি বাংলার মেয়েরা।

ম্যাচটিতে কিছু বুঝে ওঠার আগেই ৩০ সেকেন্ডেই কিরগিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে এসে কৃষ্ণা রানী সরকার ক্রস বাড়ান সতীর্থদের উদ্দেশে। ক্রসটি কিরগিজস্তানের গোলরক্ষকের নাগালের মধ্যে থাকলেও ঠিকমতো গ্লাভসে আটকাতে পারেনি। এতে লক্ষভেদ করতে ভুল করেনি ফরোয়ার্ড সানজিদা আক্তার।

ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ফল ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ফল ৫৯তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দলীয় আক্রমণে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সের ভেতরে থাকা খেলোয়াড়দের লক্ষ্যে ক্রস বাড়ান প্রথম গোল করা সানজিদা। তার ক্রস এবারও কিরগিজস্তানের গোলরক্ষক প্রতিহত করতে পারেনি। ফল সৌভাগ্যবশত পেয়ে যাওয়া শূন্যে ভাসা বল হেড করে জালে জড়ান কৃষ্ণা রানী সরকার।

এর পরেও চলতে থাকে প্রতিপক্ষের গোলমুখে বাংলাদেশের একের পর এক আক্রমণ। তবে পাল্টা জবাব দিতে ভুলেনি কিরগিজস্তান। ৬৯তম মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে গোলমুখে কোনাকুনি শট নেন জাইরিনা। অনেকটা নাগালে থাকা বল আটকাতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। পরবর্তীতে লিড বাড়াতে গোটা দশেক আক্রমণ চালিয়েও আর লিড বাড়াতে পারেনি বাংলার মেয়েরা।

২ ম্যাচে দুইটিতেই জয় পাওয়া বাংলাদেশের অর্জন ৬ পয়েন্ট। সমান ম্যাচে ১টি করে জয় পরাজয় নিয়ে ৩ পয়েন্টে ঝুলিতে তুলেছে কিরগিজস্তান। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পা দিয়ে রেখেছিল দলটি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড