• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

  ক্রীড়া প্রতিবেদক

২৫ এপ্রিল ২০১৯, ২২:৪৭
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে ইতোমধ্যেই পা দিয়ে রেখেছে বাংলাদেশ। তাই বাংলার মেয়েদের লক্ষ্য এবার গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার। সেই প্রত্যয় নিয়েই 'বি' গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। শুক্রবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

গেল সোমবার (২২ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই আরব আমিরাতই গেল বুধবার (২৪ এপ্রিল) কিরগিজস্তানের কাছে হেরেছে ২-১ গোলে। এক গ্রুপে তিনটি করে দল থাকায় ম্যাচটিতে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয় আরব আমিরাতের। এতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় 'বি' গ্রুপের অন্য সদস্য বাংলাদেশ এবং কিরগিজস্তানের।

তাই শুক্রবারের ম্যাচটিতে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠতে চায় দলীয় কোচ ছোটন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা সেমিফাইনালে উঠে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব (কিরগিজস্তানের বিপক্ষে)। ড্র হলেও গ্রুপসেরা হবো, কিন্তু আমরা জয় চাই।'

তিনি যোগ করেন, 'কিরগিজস্তান শারীরিকভাবে শক্তিশালী। ওরা লম্বা, আমাদের খেলোয়াড় ওদের মতো লম্বা নয়। এটা একটা সমস্যা। তবে আমাদের লক্ষ্য থাকবে ফিজিক্যাল লড়াইয়ে না গিয়ে গতিময় খেলে ম্যাচ বের করে নেওয়া। ওদের সঙ্গে খেলার ব্যাপারে আমাদের কৌশলও আছে, যেটা এখানে বলতে চাই না। আশা করি মেয়েরা ভালো খেলবে এবং ম্যাচটা জিতবে।'

তিনি আরও বলেন, 'তিন দিন বিশ্রাম পেয়েছি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যেটা ওরা পায়নি। এই তিন দিনে আমরা থিওরেটিক্যালি ও টেকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেছি; আরব আমিরাতের বিপক্ষে যে ভুলগুলো করেছি, সেগুলো নিয়ে কাজ করেছি।'

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একাদশে থাকা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন ছোটন। তাই কিরগিজস্তানের বিপক্ষেও একই একাদশ নিয়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড