• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের নকআউট পর্বে টাইগারদের দেখছেন রোডস

  ক্রীড়া প্রতিবেদক

২৫ এপ্রিল ২০১৯, ২১:৫৭
স্টিভ রোডস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস (ছবি : সংগৃহীত)

অভিজ্ঞতার বিচার করলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে অনেক বাঘা বাঘা দলের চাইতে এগিয়েই থাকবে বাংলাদেশ। কেননা বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাই টাইগারদের নিয়ে নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখছেন দলীয় কোচ স্টিভ রোডস।

মাশরাফি ইতোমধ্যেই ৪ টি বিশ্বকাপ খেলে ফেলেছেন। এছাড়া সাকিব, তামিম এবং মুশফিক খেলেছেন ৩টিতে। এছাড়া রুবেল ও মাহমুদুল্লাহ খেলেছেন দুইটিতে। সৌম্য সরকার এবং সাব্বির রহমানও খেলেছেন গেল বিশ্বকাপে। এমন অভিজ্ঞ দল নিয়ে ভালো কিছু প্রত্যাশা করতেই পারেন দলের ইংলিশ কোচ।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রোডস বলেছেন, 'আমাদের এমন খেলোয়াড় আছে যারা আগেও বিশ্বকাপে খেলেছে। অনেক ওয়ানডেতে খেলার অভিজ্ঞতায় ওরা পরিপূর্ণ। আমার মনে হয়, কয়েকজন খেলোয়াড়ের জন্য এখনই সময়।'

বিশ্বকাপ অংশগ্রহন করতে যাওয়া অন্য দলগুলোর প্রতিও শ্রদ্ধা রেখেছেন রোডস। তবে তাদের চেয়ে টাইগারদের একেবারেই পিছিয়ে রাখছেন না তিনি।

তিনি যোগ করেছেন, 'বিশ্বকাপে কিছু ভালো দল যাবে। সেখানে ভালো করাটা বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে আমি জানি, এই দেশগুলোর অনেকেই বাংলাদেশকে শ্রদ্ধা করে। তারা জানে তাদের বাজে দিনে এমনকি ভালো খেললেও বাংলাদেশ তাদের হারানোর সামর্থ্য রাখে। আমরা অতীতেও এর প্রমাণ দিয়েছি।'

'আমি আসার আগে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজকে কয়েকটি সিরিজে হারিয়েছি। আমরা যদি নকআউট পর্বে খেলতে চাই তাহলে আমাদের নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমাদের সামর্থ্য আছে কী না? হ্যাঁ, আছে।'

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড