• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমান পেল ওয়ানডে স্ট্যাটাস, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রও!

  ক্রীড়া ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, ১৪:২৩
যুক্তরাষ্ট্র ক্রিকেট দল
যুক্তরাষ্ট্র ক্রিকেট দল (ছবি : আইসিসি)

বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে স্ট্যাটাস প্রদান করেছে ওমানকে। সেই সঙ্গে ওয়ানডে খেলার স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রও! বিষয়টা অবাক ঠেকলেও আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে আমেরিকানদের পারফরম্যান্স বলে দিচ্ছে, কতটা এগিয়েছে দেশটির ক্রিকেট।

বুধবার নিশ্চিত হয় ওমান ও যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তি। চলমান প্রতিযোগিতায় চারটি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে ওমান। এদিন নাটকীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ওমানের কাছে হারলেও টানা তিনটি জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে তারা ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে হংকংকে।

ছয়টি দেশ নিয়ে নামিবিয়াতে বসেছে বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের আসর। স্বাগতিকদের সঙ্গে রয়েছে ওমান, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, হংকং ও কানাডা। এদের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উঠে যাবে ক্রিকেট বিশ্বকাপ লিগ দুইয়ে। ওমান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি শীর্ষ চারের বাকি দল দুটিও পাবে ওয়ানডে স্ট্যাটাস।

ক্রিকেট বিশ্বকাপ লিগ দুইয়ে আগে থেকেই রয়েছে স্কটল্যান্ড, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের সঙ্গে যুক্ত হবে দ্বিতীয় বিভাগের শীর্ষ চারটি দল। এরপর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের অংশ হিসেবে আগামী আড়াই বছরের মধ্যে এই সাতটি দলের প্রত্যেকে খেলবে ৩৬টি করে ওয়ানডে ম্যাচ।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড