• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে তামিমের ভয় যেখানে

  ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৬
তামিম ইকবাল
তামিম ইকবাল (ছবি : ক্রিকইনফো)

ইংল্যান্ডের উইকেট বরাবরই রান-প্রসবা। স্কোরবোর্ডে ৩০০ রান তোলা সেখানে মুড়ি-মুড়কির মতো ব্যাপার! ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার প্রমাণ মিলেছে। বলাই বাহুল্য, আসন্ন বিশ্বকাপেও উইকেটের গড়ন থাকবে একই রকম। অর্থাৎ আগে ব্যাট করলে বিশাল সংগ্রহ গড়ার পরিকল্পনা থাকবে দলগুলোর এবং পরে ব্যাট করলে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে। আর এই জায়গাতেই কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ, মনে করেন তারকা ওপেনার তামিম ইকবাল।

বুধবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি তামিম বলেন, 'দেখুন, আমরা ৩৪০-৩৫০ রান তাড়া করতে অভ্যস্ত নই। যদি আমাদের ইতিহাস ঘাঁটেন, তবে দেখবেন আমরা এ ধরনের (৩০০-এর উপরে) খুব বেশি লক্ষ্য তাড়া করিনি। এর কারণ অবশ্য রয়েছে। (নিজেদের মাঠে) আমরা সাধারণত এমন উইকেটে খেলি না যেখানে প্রচুর রান ওঠে।'

তামিমের ভয়ের কারণ রয়েছে আরও। ইংল্যান্ডের মাটিতে টাইগারদের রেকর্ড খুব একটা ভালো নয়। আর সেখানকার কন্ডিশনও ঘরের মাঠের চেয়ে একেবারে ভিন্ন। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের দিকে চোখ রাখছেন তামিম। তার ধারণা, স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে ইংলিশ কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেবে বাংলাদেশ।

তামিম জানান, 'আমি মনে করি কন্ডিশন একটি বড় চ্যালেঞ্জ হবে কারণ আমরা আয়ারল্যান্ডে খেলে অভ্যস্ত নই। শেষবার যখন সেখানে খেলেছিলাম, উইকেট কঠিন ছিল। তাই আমি মনে করি প্রস্তুতি ও অনুশীলন ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।'

তবে ইংল্যান্ডে শেষ সফরে মধুর স্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য পেয়েছিল দল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে পেছনে ফেলে তারা উঠেছিল সেমি-ফাইনালে। সেই সুখের সময়গুলো আসন্ন বিশ্বকাপে স্কোরবোর্ডে বড় রান তোলার ব্যাপারে আশাবাদী করে তুলেছে ৩০ বছর বয়সী তারকাকে।

তামিম যোগ করেন, 'আমি মনে করি, যদি আমরা পরিকল্পনাগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে বড় স্কোর গড়ার লক্ষ্য অর্জন করতে পারব।'

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড