• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শূন্য রানে আউটের রেকর্ড গড়লেন টার্নার

  ক্রীড়া ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১৩:০২
অ্যাস্টন টার্নার
অ্যাস্টন টার্নার (ছবি : সংগৃহীত)

বিশ্বে অসাধারণ সব রেকর্ডের পাশাপাশি খারাপ কিছু পারফরমেন্সও অনেক সময় রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। এমনই এক ব্যর্থতার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা অ্যাস্টন টার্নার।

সোমবার (২২ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৭তম ওভারে ইশান্ত শর্মার বলে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে টার্নার ঢুকে পড়েন ইতিহাসে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে তিনি তৃতীয় ক্রিকেটার, যিনি একই মৌসুমে পর পর তিনটি ম্যাচে শূন্য রানে আউট হলেন! আগের দুটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের বিপক্ষেও খাতা খুলতে পারেননি টার্নার।

এর আগে আইপিএল এক মৌসুমে পর পর তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন- গৌতম গম্ভীর (২০১৪) ও শার্দুল ঠাকুর (২০১৭)। আইপিএলে পর পর তিনটি ম্যাচে খাতা না খুলতে পারার নজির আরও তিন ক্রিকেটারের রয়েছে। তবে তারা দুটি মৌসুম মিলিয়ে এই দলে নাম লিখিয়েছেন। অসোক দিন্দা (২০০৯-১১), রাহুল শর্মা (২০১২-১৩) ও পবন নেগী (২০১৮-১৯) রয়েছেন এই তালিকায়।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড