• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৫ বলে সেঞ্চুরি!

  ক্রীড়া ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১২:২২
জর্জ মুনশে
জর্জ মুনশে (ছবি : সংগৃহীত)

স্কটল্যান্ডের ক্রিকেটার ‘জর্জ মুনশে’ টি-টুয়েন্টি ক্রিকেটে মাত্র ২৫ বলে সেঞ্চুরি করেছেন। প্রথম ১৭ বলে তিনি তার ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করতে পরে নেন মোটে আট বল। ওখানেই থামেননি তিনি। আউট হওয়ার আগে ৩৯ বলে খেলেছেন ১৪৭ রানের ইনিংস। তার দল গ্লৌচেস্টারশায়ার ২০ ওভারে ৩ উইকেটে ৩২৬ রান তোলে। কিন্তু দুর্ভাগ্য আইসিসি স্বীকৃত পাচ্ছে না ম্যাচটি।

স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে দ্রুত শতকের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ হার্ডহিটার ক্রিস গেইলের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। টি-টুয়েন্টিতে এটিই যেকোনো ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ স্কোর। ক্রিস গেইল শতক পূরণ করেছিলেন ৩০ বলে। তার চেয়ে পাঁচ বল কম খেলে শতক পূর্ণ করেছেন জর্জ মানজি।

স্কটল্যান্ডের ব্যাটসম্যান জর্জ তার দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে মাত্র চারটি চারের মার মারেন। ছক্কা হাঁকান ২০টি। তার ওই ঝড় ৫০ মিনিট স্থায়ী ছিল।

এর আগে আইসিসির স্বীকৃতি না পাওয়া এক টি-টুয়েন্টি ম্যাচে ২৫ বলে সেঞ্চুরির কীর্তি আছে। ওই ম্যাচে সারির ব্যাটসম্যান উইল জ্যাক ২৫ বলে সেঞ্চুরি করেন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড