• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিঙ্গাপুরে চলছে মোশাররফ রুবেলের কেমোথেরাপি

  ক্রীড়া ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ২২:৫৭
মোশাররফ রুবেল
মোশাররফ রুবেল (ছবি : সংগৃহীত)

ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছিলেন ক্রিকেটার মোশাররফ রুবেল। সফলভাবে অস্ত্রোপচার শেষে বায়োপসি রিপোর্টে জানা যায় তার টিউমারে ক্যান্সারের কোনো জীবাণু পাওয়া যায়নি। এরপর থেকেই স্বস্তিতে ছিল ক্রিকেট ভক্তরা। হাতপাতাল কর্তৃপক্ষ সে সময়ই জানিয়ে দিয়েছিল ভবিষ্যতেও টিউমারের ব্যাপারে শঙ্কামুক্ত হতে মোশাররফকে ৫০টি কেমো এবং ৩০টি রেডিওথেরাপি দিতে হবে। মূলত সেই কারণেই ফের সিঙ্গাপুরে উড়ে গিয়ে কোমোথেরাপি নিচ্ছেন মোশাররফ।

এ ব্যাপারে নিজের ফেসবুক আইডিতে মোশাররফ পোস্ট করে লিখেছেন, ‘কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিতে সিঙ্গাপুর আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

পাশাপাশি ভারাক্রান্ত কণ্ঠে তিনি যোগ করেছেন, ‘এবার ওয়ার্ল্ড কাপের খেলা মাঠে বসে দেখার খুব ইচ্ছা ছিল। বিপিএলের সময় সাইফুদ্দিন বলেছিল, যদি ওয়ার্ল্ডকাপের টিমে থাকে, তাহলে সব টিকেট আপনাকে দিব। ইচ্ছে আর বাস্তবতা কখনো এক হয় না এটা জানা ছিল। কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর হতে পারে, এটা কল্পনাতেও আসেনি। যাই হোক, অল দ্য বেস্ট টিম ‘বাংলাদেশ’। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে এবার।’

গেল মাসের শুরুর দিকে মোশাররফের মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালটি থেকে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে আসেন এই বাঁহাতি স্পিনার।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড