• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিজেদের মাঠে এবার হেরেই গেল আর্সেনাল

  ক্রীড়া ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ১৩:৪৮
ক্রিস্টাল প্যালেস
ছবি : ক্রিস্টাল প্যালেস টুইটার

হারের শঙ্কায় পড়ে যাওয়া আর্সেনাল শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও শেষরক্ষা হয়নি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় তারা।

রবিবার (২১ এপ্রিল) ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে গোল করার মতো পজিশনে বল পেয়ে দুর্বল শট নেন মেসুত ওজিল। ম্যাচের ১৭তম মিনিটে উল্টো পিছিয়ে পড়ে তারা। প্যালেসের হয়ে হেডে গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান বেনতেকে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আর ব্যর্থ হননি ওজিল। আলেকসঁদ লাকাজেতের পাস পেয়ে দুরূহ কোণ থেকে চিপ শটে দলকে সমতায় ফেরান জার্মান এই মিডফিল্ডার।

তবে সমতায় বেশিক্ষণ থাকতে পারেননি স্বাগতিকরা। ম্যাচের ৬১তম মিনিটে একজনকে কাটিয়ে ডান পায়ের শটে অতিথিদের ফের এগিয়ে দেন উইলফ্রেদ জাহা। আর ৬৯তম মিনিটে ডি-বক্সের কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাকআর্থার।

৩-১ গোলে পিছিয়ে থেকে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে আর্সেনালের খেলোয়াড়রা। ম্যাচের ৭৭তম মিনিটে নিচু শটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। ১৯ গোল নিয়ে চলতি লিগের গোলদাতাদের তালিকায় আগে থেকে শীর্ষে থাকা সার্জিও আগুয়েরো ও মোহামেদ সালাহর পাশেয় অবস্থান এখন গ্যাবনের এই ফরোয়ার্ডের।

শেষ দিকে গোলের কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল আর্সেনাল। কিন্তু কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের।

৩৪ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে চার নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। লিভারপুল ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটি অবশ্য লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

ওডি/এএপি