• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিয়ান সিরি আ

টানা আটবার চ্যাম্পিয়ন জুভেন্তাস

  ক্রীড়া ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ০৮:৪৫
ক্রিস্তিয়ানো রোনালদো
উল্লাসে ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি : জুভেন্তাস টুইটার)

ইতালিয়ান সিরি আয় জুভেন্তাসের একক আধিপত্য ২০১২ সাল থেকে। এবারও সেই ধারা অব্যাহত রইল। শনিবার (২০ এপ্রিল) রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা আটবারের মতো চ্যাম্পিয়ন হলো জুভেন্তাস। ২০১০-১১ মৌসুমে এসি মিলান চ্যাম্পিয়ন হয়েছিল। সেটাই ছিল জুভেন্তাস ছাড়া অন্য কোনো দলের শেষবারের মতো সিরি আর ট্রফি জয়।

৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের মুকুট জিতল তুরিনের ক্লাব। পয়েন্ট তালিকায় তাদের ধারে কাছেও কেউ নেই। ৬৭ পয়েন্ট নিয়ে লিগের দুনম্বরে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাস এগিয়ে ২০ পয়েন্টে। নাপোলির এখনও ৬টি ম্যাচ বাকি থাকলেও জুভেন্তাসকে ছোঁয়া অসম্ভব। তাই ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ জিতে ৫ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হল তুরিনের বুড়িরা।

জুভেন্তাস চ্যাম্পিয়ন হওয়ার উৎসবটা করেছে ঘরের মাঠেই (অ্যালিয়েঞ্জ স্টেডিয়াম)। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জুভিদের কাছেই। তবে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে জুভেন্তাস। ৬ মিনিটে ফিওরেন্তিনা এগিয়ে যায় ডিফেন্ডার নিকোলা মিলানকোভিচের গোলে। তবে বিরতির আগে অ্যালেক্স সান্দ্রোর ৩৭তম মিনিটের গোলে সমতায় ফেরে জুভরা।

উড়তে থাকা জুভেন্তাসের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৫১তম মিনিটে। ক্রিস্তিয়ানো রোনালদো ডি-বক্সে ঢুকে শট নিলে তা হের্মানের পায়ে লেগে জালে জড়ায়। গোলটি ছিল আত্মঘাতী। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই টানা আটবার শিরোপা নিল জুভেন্তাস।

ইতালির শীর্ষ লিগে এটি জুভেন্তাসের ৩৫তম শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বার করে চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান ও ইন্টার মিলান।

ওডি/এএপি