• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ প্রিমিয়ার লিগ

এবার হতাশায় পুড়তে হয়নি ম্যানচেস্টার সিটিকে

  ক্রীড়া ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ২০:৩৯
ম্যানচেস্টার সিটি
গোলের পর ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উল্লাস (ছবি : ম্যান সিটি টুইটার)

টটেনহ্যাম হটস্পারকে তিন দিন আগেও হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই জয়ের পরও হতাশায় পুড়তে হয়েছিল সিটিজেনদের। 'অ্যাওয়ে' গোলের মারপ্যাঁচে পড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছিল তাদের!

শনিবারের (২০ এপ্রিল) চিত্রটা অবশ্য সম্পূর্ণ ভিন্ন। মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যামকে ফের হারিয়ে বুনো উল্লাস তো করেছেই ম্যান সিটি, সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও দখল করেছে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চলতি লিগে আগের দেখায় গেল অক্টোবরে টটেনহ্যামের মাঠেও একই ব্যবধানে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।

এদিন সিটির জয়ের নায়ক তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ম্যাচের পঞ্চম মিনিটেই লিগে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পর্তুগিজ উইঙ্গার বার্নার্দো সিলভার ক্রসে মাথা ছুঁইয়ে বল বাড়ান সার্জিও আগুয়েরো। এরপর ফোডেনও হেড করে বল জড়ান জালে।

ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিক ম্যান সিটি। ৬১ শতাংশ বল নিজেদের দখলে রাখে গার্দিওলার শিষ্যরা। শট নেওয়ার ক্ষেত্রেও দাপট ছিল তাদের। তবে স্পার্সের গোলমুখে ১৫টি শট নিলেও তারা লক্ষ্যে রেখেছিল মাত্র চারটি।

৩৪ ম্যাচে ২৮তম জয়ে লিগের শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৬। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল। তৃতীয় স্থানে থাকা স্পার্সের পয়েন্ট ৬৭। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৬৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

৩৪ ম্যাচ খেলা চেলসিরও পয়েন্ট ৬৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে ব্লুজরা। ২ পয়েন্ট কম নিয়ে ছয় নম্বরে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড