• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা প্রিমিয়ার লিগ

আশা টিকে থাকল উত্তরার, বিকেএসপির অবনমন

  ক্রীড়া ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ২৩:০৯
ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার লিগ লোগো

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে জিতে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে উত্তরা স্পোর্টিং ক্লাব। আর এই হারে প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেছে বিকেএসপির।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে উত্তরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায় বিকেএসপি। জবাবে ৬১ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় উত্তরা।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগে খেলা তিন দলের মধ্যে শীর্ষে উঠেছে উত্তরা। ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে বিকেএসপি। প্রিমিয়ার লিগে টিকে থাকতে পরের ম্যাচে জিততেই হবে আরেক দল ব্রাদার্স ইউনিয়নকে। তাদের পয়েন্ট ৬।

রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ বিকেএসপি। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ব্রাদার্সকে এগিয়ে থাকতে হবে রান রেটেও।

সংক্ষিপ্ত স্কোর :

বিকেএসপি : ১৪৪ (৪৯.৪ ওভারে) (নওরোজ ১, ফাহাদ ১২, মাহমুদুল ২, আমিনুল ৫৯, শামিম ১, আকবর ২৬, সাদমান ২৫, তানজিম ৯, সুমন ০, মুরাদ ৫, হুমায়ুন ০*; রশিদ ৫/১৮, সাজ্জাদ ১/৩৩, মনন ১/২৯, গাফফার ০/৩৫, মোহাইমিনুল ১/২৯)

উত্তরা স্পোর্টিং ক্লাব : ১৪৭/৯ (৩৯.৫ ওভারে) (তানজিদ ০, আনিসুল ১৬, শানাজ ৬, মনন ৫২, মোহাইমিনুল ২, মিনহাজুল ১৭, শাকির ৭, মিনহাজ ২, গাফফার ২১*, রশিদ ৭, সাজ্জাদ ৯*; তানজিম ৪/৩৬, মুরাদ ২/৩৬, সুমন ১/৩৯, শামিম ২/২৮, হুমায়ুন ০/৪)

ফল : উত্তরা স্পোর্টিং ক্লাব ১ উইকেটে জয়ী।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড