• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সিটির বাধা টটেনহ্যাম, পথ পরিষ্কার লিভারপুলের

  ক্রীড়া ডেস্ক

১৭ এপ্রিল ২০১৯, ১৮:১৩
সার্জিও আগুয়েরো-সন হিউং মিন-মোহাম্মদ সালাহ-পেপে
সার্জিও আগুয়েরো-সন হিউং মিন-মোহাম্মদ সালাহ-পেপে (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে ম্যানচেস্টার সিটির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে স্বদেশি ক্লাব টটেনহ্যাম হটস্পার। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় স্পার্সদের কাছে হেরে কঠিন পরীক্ষার সামনে এসে দাঁড়িয়েছে ম্যান সিটি। অন্যদিকে কোয়ার্টারের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে জিতে সেমিতে এক পা দিয়ে রেখেছে লিভারপুল।

বুধবার রাতে (১৮ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে টটেনহ্যামকে মোকাবেলা করবে ম্যান সিটি। সিটিজেনদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। এর আগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হারে কোচ পেপ গার্দিওলার দল। তাই সেমিফাইনালে উঠতে ফিরতি লেগের ম্যাচটিতে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে সিটির।

চ্যাম্পিয়ন্স লিগে নিজ স্বদেশি ক্লাবগুলোর বিপক্ষে পরিসংখ্যান তেমন ভালো নয় ম্যান সিটির। আসরটিতে ইংলিশ ক্লাবের বিপক্ষে শেষ ৫ ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। তাই টটেনহ্যামের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সিটি বস গার্দিওলার।

তবে সবধরনের প্রতিযোগিতায় ঘরের মাঠে শেষ ২৫ ম্যাচের ২৩টিতেই জয় তুলে নিয়েছে ম্যান সিটি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে শেষবার শালকের বিপক্ষে বড় ব্যবধানে জয় রয়েছে সিটির। চলমান মৌসুমের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ৭-০ গোলে জিতেছিল তারা।

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, 'যদি আমাকে জিজ্ঞেস করেন কী ঘটতে চলেছে; আমরা কি সেমিতে উঠতে পারব? ম্যাচটি শেষ হওয়ার পর আমি যখন পুনরায় সেটি পর্যবেক্ষণ করি আমার মনে হয়েছে আমরা সেমিফাইনাল খেলতে পারব। হয়তো আমার ধারণা ভুল, কিন্তু তবুও আমার মনে হয় আমরা সেমিতে উঠতে পারব।'

এ দিকে ফিরতি লেগের অন্য ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ পোর্তো। পোর্তোর মাঠ এস্তাদিও ডো ড্রাগা্ওতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলের জয় পেয়েছিল লিভারপুল। শক্তির বিচারে পোর্তো অনেকটা পিছিয়ে থাকায় সেমিতে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে অলরেডরা।

ওডি/কেএ