• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রস্তুতি ক্যাম্পের জন্য আইপিএল ছাড়ছেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

১৬ এপ্রিল ২০১৯, ২০:৪৮
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী সপ্তাহে। সেখানে যোগ দিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে সাকিব আল হাসান ফিরছেন দেশে।

আগামী ২২ এপ্রিল থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। ক্যাম্পের শুরু থেকেই বাঁহাতি তারকা অলরাউন্ডার সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৫ এপ্রিল) সাকিবকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানিয়ে একটি চিঠি পাঠায় বিসিবি। এর প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছেন নিজের চতুর্থ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া এই ক্রিকেটার।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানান, 'আমরা তাকে চিঠি পাঠিয়েছিলাম। সে ২২ বা কিংবা ২৩ এপ্রিল যোগ দিতে পারে।'

চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচটিতে খেলেছিলেন সাকিব। এরপর আর তাকে একাদশে রাখেনি দলটি। ফলে টানা ছয় ম্যাচ ধরে বেঞ্চে বসে আছেন তিনি।

এদিকে মঙ্গলবারই বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে সবশেষ নিউজিল্যান্ড সফরে না খেললেও প্রত্যাশিতভাবেই দলে আছেন সাকিব।

১৫ সদস্যের বাংলাদেশ বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

ওডি/এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড