• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বড় তিন ক্লাব

  ক্রীড়া ডেস্ক

০৯ এপ্রিল ২০১৯, ১৫:৪২
চ্যাম্পিয়ন্স লিগ
কোয়ার্টারে আগুয়েরো-হ্যারি কেনের লড়াই (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আজ। কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে এবার চারটিই ইংল্যান্ডের। এর মধ্যে তিন দলই আজ রাতে মাঠে নামছে। প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে লড়বে পর্তুগিজ ক্লাব পোর্তো। আর দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয় ম্যাচটিতেই মূলত আজ ফুটবল প্রেমীদের নজর থাকবে। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে আছে পেপ গার্দিওলার ম্যানসিটি। লিগ কাপ জয় করেছে অনেক আগেই। এফএ কাপেও ফাইনাল নিশ্চিত করেছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে ছোটার সময়।

সুতরাং বলাই যায়, টটেনহ্যামের বিপক্ষে স্পষ্ট ফেবারিট সিরিজেনরা। তবে সিটি কোচ ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়াতে ক্ষান্ত থাকতে নারাজ। তিনি সতর্ক করেছেন- যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে টটেনহ্যাম। গার্দিওলা বলেন, 'আমরা তাদের (টটেনহ্যাম) ভালোমতোই চিনি। তারা দারুণ ব্যালেন্সড দল। যে কোনো দলের জন্যই ভীতিকর। আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে। যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।'

এছাড়া নিজেদের শেষ ১৬ ম্যাচের দেখায় টটেনহ্যামের বিপক্ষে ম্যানসিটি জিতেছে ১১টি (ড্র ১ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ)।

অন্যদিকে, আট বছর পর কোয়ার্টারে টটেনহ্যাম। মরিসিও পচেত্তিনোর অধীনে তারুণ্য নির্ভর দুর্দান্ত এক দল গড়েছে তারা। বার্সেলোনার সঙ্গে ন্যু ক্যাম্পের মতো স্টেডিয়ামে ড্র করে এসেছে স্পার্স। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে নতুন স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছে স্পার্সের। ইপিএলে সিটিকে হারিয়ে মৌসুম শুরু করেছিল স্পার্সরা। ফলে চ্যাম্পিয়ন্স লিগে সিটিজেনদের হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করতে চাইবে তারা।

টটেনহ্যাম কোচ তো বলেই দিয়েছেন এই ম্যাচটি হচ্ছে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। ম্যাচের আগে সংবাদমাধ্যমে কথা বলেন মরিসিও পচেত্তিনো। ম্যানসিটিকে শক্তিশালী দল উল্লেখ করে ৪৭ বছর বয়সী এই কোচ বলেন, 'ম্যানসিটি শক্তিশালী দল, তাদের বিপক্ষে খেলাটা অনেক কঠিন। তবে আমাদের সেরাটা দিতে হবে এবং জয় নিয়েই মাঠ ছাড়তে হবে।'

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ম্যানসিটি-টটেনহ্যাম মুখোমুখি হচ্ছে। নিজেদের ক্লাব ইতিহাতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৫৭ ম্যাচ খেললেও চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথমই লড়বে তারা।

অন্যদিকে, আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে লড়বে ইপিএলের শীর্ষে থাকা লিভারপুল। এই দুই দলের লড়াইয়ে এগিয়ে অলরেডরা। শেষ ৬ বার পোর্তোর মুখোমুখি হয়ে অপরাজিত ছিল লিভারপুল। তিনবার জিতেছে, তিনবার ড্র করেছে। বলা যায় লিভারপুলের তুলনায় দুর্বল দল পোর্তো। এছাড়া আজকের ম্যাচ নিয়ে লিভারপুল বসের আত্মবিশ্বাসও অনেক বেশি, 'আমরা গতবার ফাইনালে খেলেছি। এবারও লক্ষ্য তাই। তবে এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। এখন পোর্তো ম্যাচ কীভাবে জেতা যায় সেটাই লক্ষ্য।'

ওডি/এএপি