• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যাজার্ডের জোড়া গোলে তিনে চেলসি

  ক্রীড়া ডেস্ক

০৯ এপ্রিল ২০১৯, ০৮:৫১
চেলসি
জোড়া গোলের পর উল্লাসে হ্যাজার্ড (ছবি : গোল ডট কম)

বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার (৮ এপ্রিল) রাতে ২-০ গোলে জিতে হ্যাজার্ড- হিগুয়াইনরা।

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ইপিএলের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে গোলশূণ্য ড্র করে ফিরেছিল চেলসি। দীর্ঘ ৭ মাস পর নিজেদের মাঠে কড়ায়গণ্ডায় পয়েন্ট হারানোর শোধ তুলল মাউরিজিও সারির দল।

ম্যাচ শুরুর ২৪তম মিনিটে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। সতীর্থের পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এগিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী বেলজিয়ান ফরোয়ার্ড।

লিড নিলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি চেলসি। তবে বিরতির পর ম্যাচের ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। রস বার্কলির ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান এখন তিনে। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬৪। এর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আর্সেনাল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৬১।

৮২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ৩৩ ম্যাচ খেলা লিভারপুল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।

ওডি/এএপি