• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এভারটনের কাছে আর্সেনালের হার

  ক্রীড়া ডেস্ক

০৮ এপ্রিল ২০১৯, ১০:১২
আর্সেনাল
জয় উল্লাসে এভারটনের খেলোয়াড়রা (ছবি : সংগৃহীত)

টটেনহ্যাম হটস্পারকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠার সুযোগ ছিল আর্সেনালের। কিন্তু সেটা আর হল না। ঘরের মাঠ গুডিসন পার্কে রবিবার (৭ এপ্রিল) গানার্সদের ১-০ গোলে হারিয়েছে এভারটন।

এই হারের ফলে ৩২ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে আর্সেনাল। আর সমান ম্যাচ খেলে টেবিলের তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। তাদের পয়েন্ট ৬৪। ৩৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে এভারটন।

এ দিন ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে আর্সেনাল। দশম মিনিটে লুকা দিনিয়ের লম্বা থ্রোয়িং ডি-বক্সে ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে টোকা দিয়ে জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার ফিল জাগিয়েলকা।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ আর্সেনালের কাছে থাকলেও সমতায় ফিরতে পারেনি তারা। তবে বিরতির পর গোলের সহজ কিছু সুযোগ নষ্ট করে আর্সেনাল। বল দখলে রাখলেও আক্রমণে আধিপত্য বিস্তার করতে না পারায় শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই নিয়ে মৌসুমে সপ্তম হার আর্সেনালের।

ইপিএলে শীর্ষে আছে লিভারপুল তাদের পয়েন্ট ৮২ (৩৩ ম্যাচ)। এক ম্যাচ কম খেলা দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৮০।

ওডি/এএপি