• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাপোলি হারলেই চ্যাম্পিয়ন জুভেন্তাস

  ক্রীড়া ডেস্ক

০৭ এপ্রিল ২০১৯, ১৪:০৯
মইসে কিন
মিলানের বিপক্ষে জুভেন্তাসের জয়ের নায়ক মইসে কিন (ছবি : জুভেন্তাস টুইটার)

ইতালিয়ান সেরি আর শিরোপা ধরে রাখার সকল বন্দোবস্ত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। রবিবার রাতে জেনোয়ার কাছে নাপোলি হেরে গেলেই রেকর্ড টানা অষ্টমবারের মতো ইতালির পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের শিরোপা জেতার উৎসব করবে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

লিগের পয়েন্ট তালিকায় সবার ধরাছোঁয়ার বাইরে থাকা জুভদের পয়েন্ট ৮৪। তারা খেলেছে ৩১ ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির অর্জন ৬৩। অর্থাৎ অবিশ্বাস্য ২১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে তুরিনের বুড়ি খ্যাত দলটি।

শিরোপা জয়ের এত কাছে পৌঁছে যাওয়ার কাজটা জুভরা সেরেছে শনিবার রাতে। ঘরের মাঠ জুভেন্তাস স্টেডিয়ামে তারা পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে লিগের আরেক পরাশক্তি এসি মিলানকে। ম্যাচের শেষদিকে তাদের কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি এনে দেন উদীয়মান ইতালিয়ান ফরোয়ার্ড মইসে কিন।

চোটের কারণে বাইরে থাকা পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই টানা চতুর্থ ম্যাচে মাঠে নামা জুভেন্তাস পিছিয়ে পড়ে প্রথমার্ধে। ৩৯তম মিনিটে পোল্যান্ডের স্ট্রাইকার ক্রিস্তফ পিয়াতেকের গোলে লিড নেয় মিলান। গেল জানুয়ারিতে জেনোয়া ছেড়ে মিলানে যোগ দেওয়ার পর ১১ ম্যাচে অষ্টমবারের মতো জালের দেখা পান তিনি। আর সবমিলিয়ে ২১ গোল নিয়ে সাম্পদোরিয়ার ফরোয়ার্ড ফাবিও কুয়ালিয়ারেল্লার সঙ্গে যৌথভাবে সেরি আর গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন তিনি।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিকরা সমতায় ফেরে ম্যাচের ৬০তম মিনিটে। মিলানের ডি-বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে স্বদেশি মাতেও মুসাচ্চিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পট-কিক নিয়ে মিলানের জালে লক্ষ্যভেদ করেন দিবালা।

দিবালার বদলি হিসেবে মাঠে নামা কিন জুভেন্তাসের সমর্থকদের স্বস্তি এনে দেন ৮৪তম মিনিটে। মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের পাস থেকে বল পেয়ে মিলানের জাল কাঁপান এই ১৯ বছর বয়সী স্ট্রাইকার। ফলে সেরি আতে নিজের সবশেষ তিন ম্যাচেই গোলের দেখা পেলেন এই টিনএজার।

এই হারে লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা মিলান সবশেষ চার ম্যাচে জয়হীন রইল। ৩১ ম্যাচে তাদের অর্জন ৫২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।

ওডি/এসএইচ