• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু গোল্ডকাপ গলফ ওপেনে দ্বাদশ সিদ্দিকুর

  ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল ২০১৯, ১৮:২৮
সিদ্দিকুর রহমান
বঙ্গবন্ধু গোল্ডকাপ গলফ ওপেনে দ্বাদশ হয়েছেন সিদ্দিকুর রহমান (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু গোল্ডকাপ গলফ ওপেনের চতুর্থ ও চূড়ান্ত রাউন্ড শেষে যৌথভাবে দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করেছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। তাকে ঘিরে সবার প্রত্যাশা থাকলেও এ প্রতিযোগিতায় বাংলাদেশি গলফারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জামাল হোসেন। সিদ্দিকুরকে টপকে দশম স্থান দখল করেছেন তিনি।

কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার শেষ রাউন্ডের খেলায় ২টি বার্ডির বিপরীতে ৫টি বোগি করেছেন সিদ্দিকুর। আসরে সবমিলিয়ে পারের চেয়ে ৮টি শট কম খেলেছেন তিনি। এদিকে দেশীয়দের মধ্যে সবচেয়ে ভালো করা জামাল শেষ রাউন্ডে ৬টি বার্ডি করেছেন। পুরো টুর্নামেন্টে পারের চেয়ে ৯টি শট কম খেলেছেন তিনি।

গেল বুধবার শুরু হওয়া এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাটিতে প্রাইজ মানির পরিমাণ ছিল সাড়ে ৩ লাখ ডলার। ট্যুরটিতে বরাবরের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছেন বিদেশি গলফার। পারের চেয়ে ১৯টি শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা। পারের চেয়ে ১৮টি শট কম খেলে রানারআপ হয়েছেন ভারতীয় অজিতেশ সান্ধু। তৃতীয় হয়েছেন অজিতেশের স্বদেশি রশিদ খান। পারের চেয়ে ১৭টি শট কম খেলেছেন তিনি।

পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ গলফে বাংলাদেশের ৪০ জন পেশাদার এবং ৬ জন অ্যামেচার মিলিয়ে মোট ৪৬ জন গলফার অংশ নেন। এই প্রতিযোগিতায় দেশসেরা গলফার সিদ্দিকুরের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০১৭ সালে। সেবার রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড