• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে তিনে ব্যাটিং করতে চায় সাকিব : পাপন 

  অধিকার ডেস্ক    ২৭ মার্চ ২০১৯, ১১:২৯

সাকিব
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব; (ছবি : সংগৃহীত)

আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। দশটি দেশ অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। এরই মধ্যে শুরু হয়ে গেছে দেশগুলোর মধ্যে স্কোয়াড ও ব্যাটিং পজিশন নিয়ে পরিকল্পনা। তাতে পিছিয়ে নেই বাংলাদেশও। পরিকল্পনা করছে টাইগারদের ব্যাটিং পজিশন স্কোয়াড নিয়ে।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অঙ্গ সাকিব আল হাসান। টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা ও দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই সফলভাবে ব্যাটিং করেছেন সাকিব। তবে আসন্ন বিশ্বকাপে তিনে ব্যাটিং করার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় সাকিবের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছেন। সাকিবকে নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘তামিম আর লিটন যদি ওপেন করে তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এরকম কেউ একজন। ছয়ে রিয়াদ।’

তবে বিশ্বকাপে এ পজিশনে সাকিব ব্যাটিং করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, বর্তমানে আইপিএল খেলার জন্য ভারতে আছেন সাকিব।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড