• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

২৬ মার্চ ২০১৯, ২১:৪৬
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ছবি : ফাইল)

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০২০ এর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সান্ত্বনাসূচক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কেননা আসরে আগের দুই ম্যাচে ফিলিস্তিন ও বাহরাইনের কাছে হেরে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে বাংলার যুবারা।

মঙ্গলবার বাহরাইনের খলিফা বিন স্পোর্টস সিটি স্টেডিয়ামে ২-০ গোলের জয় পায় কোচ জেমি ডের শিষ্যরা। গোলদুটি এসেছে ম্যাচের প্রথমার্ধ থেকে।

ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছালো ফুটবল খেলেছে লাল-সবুজের জার্সিধারীরা। পঞ্চম মিনিটে দলীয় ফরোয়ার্ড বিপলু আহমেদের লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা।

লিডের সুবিধা নিয়ে আক্রমণের ধার বাড়ায় যুবারা। ফলস্বরূপ ১৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। গোলটি আসে টুটুল হোসেন বাদশার পা থেকে।

পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি। বাংলাদেশ পারেনি নিজেদের লিড বাড়াতে। অন্যদিকে শ্রীলঙ্কাও পারেনি গোল পরিশোধ করতে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরে। বাছাইপর্বের ১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা ৪ রানার্সআপ এবং স্বাগতিক থাইল্যান্ডকে নিয়ে মাঠে গড়াবে আসরটি।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড