• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাধীনতা দিবসে লা লিগার শুভেচ্ছা

  অধিকার ডেস্ক    ২৬ মার্চ ২০১৯, ১১:৩৬

লা লিগা
স্প্যানিশ লিগের ফেসবুক পোস্ট; (ছবি : সংগৃহীত)

আজ ২৬ মার্চ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে ৩০ লাখ শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। হাজার বছরের শোষণ-বঞ্চনার অভিশাপমুক্ত হওয়ার যাত্রা শুরু হয়েছিল। বাঙালি জাতির সংগ্রামময় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে এ দিনটি। ১৯৭১ সালের আজকের এ দিনটিতে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের।

দিনটি উপলক্ষে স্পেনের পেশাদার ফুটবল লিগ 'লা লিগা' বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে।

ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশকে জানানো শুভেচ্ছায় তারা লিখেছে- ‘লা লিগা এর তরফ থেকে, সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’

পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। মাত্র এক ঘণ্টায় পোস্টটি প্রায় ৩ হাজার ৭৯৪টি শেয়ার হয়েছে, লাইক পড়েছে ২২ হাজারেরও বেশি এবং কমেন্টস পড়েছে এক হাজার ৫৫টি। প্রতিটি কমেন্টেই বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছে সবাই। বাংলাদেশিরা লা লিগা কর্তৃপক্ষকেও সম্মান দেয়ার জন্য জানাচ্ছে ধন্যবাদ।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড