• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার সার্বিয়ার বিপক্ষেও পর্তুগালের হোঁচট

  অধিকার ডেস্ক    ২৬ মার্চ ২০১৯, ১০:০৯

রোনালদো
আবার পর্তুগালের হোঁচট, রোনালদোর চোট; (ছবি : সংগৃহীত)

জুভেন্তাসের হয়ে গোল করা তাঁর কাছে যেন ছেলেখেলা। অথচ জাতীয় দলের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদোর ভিন্ন চেহারা। সোমবার রাতে ইউরো ২০২০ বাছাইপর্বে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল।

ইউরোর প্রথম ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার লিসবনে সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে চোট পেয়েছেন দলের সেরা তারকা রোনালদো। দীর্ঘ আট মাসের বিরতি থেকে জুভ তারকার জাতীয় দলে ফেরাটা মোটেও সুখকর হলো না।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো বর্তমান চ্যাম্পিয়নরা। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সে ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছয় গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন রিকার্দো কারবাইয়ো। এর দুই মিনিট (সপ্তম মিনিটে) পরেই উল্টো গোল খেয়ে বসে তারা।

ম্যাচের ২৬তম মিনিটে সমতায় ফিরতে পারতো পর্তুগাল। রোনালদোকে গোলবঞ্চিত করেন সার্বিয়ান গোলরক্ষক। একটু পরই বড় ধাক্কাটা খায় স্বাগতিকরা। ৩১তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন রোনালদো!

১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৪২তম মিনিটে পর্তুগিজদের সমতায় ফেরান দানিলো পেরেইরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো উঁচু শটে গোলটি করেন পোর্তোর এই মিডফিল্ডার। বল ক্রসবারের ভিতরে কানায় লেগে জালে জড়ায়।

বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু আর গোলের দেখা পায়নি কেউই। ফলে ১-১ গোলেই ড্র হয় ম্যাচ।

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে পর্তুগাল। শীর্ষে আছে ইউক্রেন। দ্বিতীয় স্থানে থাকা লাক্সেমবার্গের পয়েন্ট ৩।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড