• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসির 'ক্যাপ' পেলেন বাংলাদেশের রুমানা আহমেদ

  ক্রীড়া ডেস্ক

২৪ মার্চ ২০১৯, ১৯:৪০
রুমানা আহমেদ
রুমানা আহমেদ (ছবি : সংগৃহীত)

ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকায় প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৮ সালের আইসিসি বর্ষসেরা নারী টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের রুমানা আহমেদ। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল ওই দল। সেখানে জায়গা পাওয়ায় স্বীকৃতি হিসেবে রবিবার (২৪ মার্চ) আইসিসির কাছ থেকে স্মারক ’ক্যাপ’ পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের এ অলরাউন্ডার।

নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাফল্যমণ্ডিত বছরটি বাংলাদেশের নারীরা পার করেছে ২০১৮ সালে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ টি-টুয়েন্টির শিরোপা ঘরে তুলেছিল টাইগ্রেসরা। পুরো প্রতিযোগিতাটিতে ৬ ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রুমানা। হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।

এছাড়া গেল বছর সবধরনের প্রতিযোগিতায় বল হাতে ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাটিংয়ে ২২৯ রান করেছিলেন তিনি। এর পুরস্কার হিসেবেই আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন রুমানা।

আইসিসির কাছ থেকে সম্মাননা পাওয়ায় উচ্ছ্বসিত রুমানা জানান, 'অবশ্যই অনেক ভালো লাগছে আমার। অনেক খুশি আমি। বর্ষসেরা দলের সদস্য হলে আইসিসির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়, জানতাম। তাই আইসিসির কাছ থেকে ক্যাপটা পাওয়ার জন্য বেশ উৎসুক হয়ে ছিলাম। পেয়ে অনেক ভালো লাগছে।'

রুমানা যোগ করেন, 'জাতীয় দলকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের তাই নিয়মিত সিরিজ খেলতে হবে। এ কারণেই সবসময় নিজেকে প্রস্তুত রাখছি।'

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড