• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামীকাল থেকে শুরু আইপিএলের ১২তম আসর

আইপিএল

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০১৯, ২১:৫৮
আইপিএল ট্রফি
আইপিএল ট্রফি (ছবি : সংগৃহীত)

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ১২তম আসর। উদ্বোধনী ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে শুরু ম্যাচটি।

আইপিএলে এখন পর্যন্ত মোট ২৩ বার মুখোমুখি হয়েছে দল দুটি। যার মধ্যে ধোনির চেন্নাইয়ের জয় রয়েছে ১৫ ম্যাচে। আর বিরাট কোহলীর ব্যাঙ্গালুরুর জয় ৭ ম্যাচে। বাকি একটি ম্যাচ অমিমাংশিতভাবে শেষ হয়েছিল।

জনপ্রিয় এই প্রতিযোগিতায় গত ১১ আসরের মধ্যে সবচেয়ে সফল দল বলা যায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে। সমান তিনবার করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে দল দুটি। এছাড়া কলকাতা নাইট রাইডার্স দুইবার, রাজস্থান রয়েলস, ডেকান চার্জার্স ও সানসাইজার্স হায়দরাবাদ একবার করে শিরোপা জয়ের স্বাদ নিতে পেরেছে।

এবারের আইপিএলে মোট ৬০ ম্যাচে লড়াই করবে মোট আটটি দল। তবে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে পুরো সূচি প্রকাশ করেনি ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। কেবলমাত্র ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ১৭ টি ম্যাচের সূচি এবং ভেন্যু নির্ধারণ করেছে সংস্থাটি।

এবারের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো :

১. চেন্নাই সুপার কিংস

২. মুম্বাই ইন্ডিয়ান্স

৩. কলকাতা নাইট রাইডার্স

৪. দিল্লি ক্যাপিটালস

৫. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

৬. রাজস্থান রয়েলস

৭. সানরাইজার্স হায়দরাবাদ

৮. কিংস ইলেভেন পাঞ্জাব

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড